চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানে ধীরগতির কারণে পাবনার চাটমোহরে ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। হাট-বাজারে এনেও ধানের দাম পাচ্ছেন না তারা। প্রতিমণ ধানে লোকসান গুনতে হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান সংগ্রহের ধীরগতির কারণে বাজারে ধানের সরবরাহ বেশী। সে তুলনায় ক্রেতা নেই। সুযোগ নিচ্ছেন মহাজন আর চাল কলের মালিকরা। সরকারি খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে এক মণ ধান ১ হাজার ৪০ টাকায় কেনার ঘোষনা আছে। গতকাল রবিবার উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে প্রতিমণ আমন ধান মানভেদে ৬৫০ থেকে ৭শ’ টাকার মধ্যে বিক্রি হয়েছে। গত ২০ নভেম্বর … Continue reading চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক