তাড়াশে র‌্যাবের হাতে জামাই-শ্বশুর গ্রেফতার

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

অনলাইন ডেস্ক ; সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে হত্যা চেষ্টার এজাহার নামীয় পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা আসামীরা হলো উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের মৃত.হোসেন আলীর ছেলে মোঃ আদম আলী (৫০) ও তার জামাতা মোঃ মজনু (৪০)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তাড়াশ উপজেলার সেরাজপুর গ্রামে জমি নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্য মালশিন গ্রামের জেলহকের ছেলে মোঃ আনিসকে ১নং আসামী মোঃ মজনু তাড়াশ উত্তরবাদ এর বাড়ীর সামনে মামলার এজারে উল্লেখিত আসামীসহ হত্যার উদ্দেশ্য মাথায় গুরুত্বর জখম করে। পরবর্তীতে মোঃ আনিসের পিতা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন (তাড়াশ থানার মামলা নং১ তারিখ ০১/৭/২০২০)।

এদিকে মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক থাকে। পরে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ভূক্ত ১ নং আসামী ও ৪ নং আসামীকে তাড়াশ থানায় সোর্পদ করা হয়েছে।