গৌরীপুরে এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নজির স্থাপন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ কমল সরকার’গৌরীপুর : সারা বিশ্ব যখন করোনা মহামারীতে দিশেহারা, ধীরে ধীরে পুরো পৃথিবী স্থবিরতা কাটিয়ে প্রাণ সঞ্চারের চেষ্টায় নিয়োজিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষা ব্যবস্থা এক রকম থমকে যাওয়ার ফলে শিক্ষার্থীদের অপুরনীয় ক্ষতি হয়েছে। এক্ষেত্রে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষা ব্যবস্থা। আর তারই ক্ষতিপূষিয়ে নিতে ময়মনসিংহের গৌরীপুরে এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল শিক্ষার্থীদের নিজ বাসায় ১ম সেমিস্টার পরীক্ষা শেষ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বাসায় স্কুলের শিক্ষক মন্ডলীগণ প্রশ্নপত্র সরবরাহ ও তদারকির মাধ্যমে ৫ জুনে হতে শুরু করে ১ম সেমিস্টার পরীক্ষা ৪ জুলাইয়ে শেষ হয়েছে। এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল ইমরান মুক্তা জানিয়েছে, স্কুল সভাপতি রেবেকা সুলতানার নির্দেশক্রমে স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যেক শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে ১ম সেমিস্টার পরীক্ষা শেষ করতে পেরেছি। আমরাই প্রথম শিক্ষার্থীদের সচল রাখতে বাসা-বাড়িতে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের মান উন্নয়ন করার লক্ষ্যে আমাদের শিক্ষকবৃন্দ নিরলসভাবে শিক্ষার্থীদের দোরগোড়ায় প্রতিনিয়ত শিক্ষা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, শিক্ষার প্রতি শিক্ষার্থীদের মনোনিবেশ চলমান রাখতে আমাদের বিকল্প কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রেবেকা সুলতানা বলেন, পৃথিবীময় যখন সংকট চলছে তখন এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল তার স্বকীয়তা প্রমান করেছে। শিক্ষাঙ্গণে নজির স্থাপিত হয়েছে যা অন্যান্য শিক্ষা প্রতিষ্টানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। করোনকালীন এই সময়ে অসম্ভবকে সম্ভবে পরিণত করায় সংশ্লিষ্ট সকল ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকগণকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য শিক্ষাথীদের সাথে যোগাযোগ রেখে ১ম সেমিস্টার পরীক্ষা নেওয়ায় অভিভাবক ও শিক্ষাথীদের মাঝে নব উদ্যমের সৃষ্টি হয়েছে। যা সর্বমহলে প্রশংসার দাবী রাখে । Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে রাস্তা সস্কার করলেন ছাত্রলীগ নেতা শাহীন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ SHARES Matched Content দেশের খবর বিষয়: এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলেরগৌরীপুরেনজির স্থাপন