উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের মহামারী ও বন্যার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বরাত দিয়ে বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির জানান, রোববার (৫ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি’র স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব। শায়রুল কবির জানান, করোনাভাইরাস সংক্রমণের মহামারী ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচনী তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি। সেজন্যে বিএনপি এই দুটি আসেন উপ-নির্বাচনে অংশগ্রহণ করবেন না। উল্লেখ্য, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচনে আগামী ১৪ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে। ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনে এবং ১৮ জুলাই যশোর-৬ আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে। Share this:FacebookX Related posts: আতিকের বিরুদ্ধে অভিযোগ, ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, ক্লিন ইমেজের তাপস-আতিকুলই যথেষ্ট জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : ব্যারিস্টার তাপস ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ তিন আসনে উপনির্বাচন আজ শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন ডিসেম্বরে ২৩৪ পৌরসভায় ভোট ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেলেন যারা ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অংশ নিবে না বিএনপিউপ-নির্বাচনে