বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি দিনদিন আরও ভয়াবহ হচ্ছে। পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে প্রথমবারের মতো একদিনে দুই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। নতুন রোগীদের মধ্যে বেশিরভাগই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৩২৬ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছিল গত মঙ্গলবার। ডব্লিউএইচও’র প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে শুধু আমেরিকা মহাদেশে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলোতে। এছাড়া, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনাক্ত হয়েছে প্রায় ২৮ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৮১ হাজার ২৬৫ জন। মারা গেছেন ৫ লাখ ৩১ হাজার ৬৯ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৬০ লাখ ৭০ হাজার মানুষ। বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ লাখ ৩৯ হাজার, মারা গেছেন ১ লাখ ২৯ হাজারের বেশি। এর পরেই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িযেছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন। মারা গেছেন ৬৪ হাজার ২৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন, মারা গেছেন অন্তত ১০ হাজার রোগী। আর ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। মারা গেছেন ১৯ হাজার ২৬৮ জন। Share this:FacebookX Related posts: বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি, মৃত্যু ১৫২৫ নিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু একদিনে ১২৯০ জনের মৃত্যুর খবর জানালো চীন দ্বিতীয় দফায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত চীনে ভারতে একদিনে ৫৬১১ জন আক্রান্তের রেকর্ড, মৃত ১৪০ বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ২১৮ কোটি ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আরব বিশ্বে হু হু করে বাড়ছে এরদোয়ানের জনপ্রিয়তা মহানবীর (স) কার্টুন প্রচারের নিন্দায় অভূতপূর্ব ঐক্য মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু-শনাক্ত বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: একদিনেকরোনা রোগী শনাক্তের রেকর্ডদুই লাখপ্রথমবারবিশ্বে