গণস্বাস্থ্যের কিট নিয়ে ঔষধ প্রশাসন পজিটিভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে পজিটিভ। রোববার (৫ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি একথা বলেন। এর আগে দুপুর ১২টার দিকে ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও কিট উন্নয়ন দলের কয়েকজন বিজ্ঞানী ঔষধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) যান। মিটিং শেষে তিনি কথা বলেন সঙ্গে। শনিবার (৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের এক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. জাফরুল্লাহর বরাত দিয়ে বলা হয়, ঔষধ প্রশাসনের মহাপরিচালক আগামীকাল (রোববার) জিকে-র (গণস্বাস্থ্য কেন্দ্র) আপডেটেড অ্যান্টিবডি কিটের তথ্য-উপাত্ত জানতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ডেকেছেন। তিনি জানান, ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর যদি আমাদের কিটের অনুমতি দেয় তবে আমরা জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫ হাজার অ্যান্টিবডি কিট তৈরি করবো। জিকে গবেষকরা এরই মধ্যে ডিজিডিএর নির্দেশিকা বজায় রাখার জন্য জিকের অ্যান্টিবডি কিট আপডেট করেছে এবং ডিজিডিএ তাদের বৈজ্ঞানিক নথি উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি (ডা. জাফরুল্লাহ) আশা করি, ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিট উন্নয়ন দলের প্রধান বিজ্ঞানী বিজন কুমার শীলের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কিটের সংবেদনশীলতা আরও বাড়িয়েছে। এখন এটি অ্যান্টিবডিটিকে আরও দক্ষতার সঙ্গে শনাক্ত করতে পারে। বিজন শীল আরও বলেছিলেন যে, ডিজিডিএ ৯০ শতাংশ সংবেদনশীলতা এবং ৯৫ শতাংশের সুনির্দিষ্টতা নির্ধারণ করেছে যে, অনুমোদনের জন্য জিকে কিটটি অবশ্যই অর্জন করবে। Share this:FacebookX Related posts: অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল পরিবার পরিকল্পনা অধিদফতরের নতুন ডিজি শাহান আরা আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরে ১৬৫০ জন নিয়োগ সঠিক সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ আশ্বস্ত করল ভারত প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সোমবার আসছে আরও ৫০ লাখ ভ্যাকসিন SHARES Matched Content জাতীয় বিষয়: ঔষধ প্রশাসন পজিটিভগণস্বাস্থ্যের কিট নিয়ে