নতুন সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা শাকিবা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী ‘তোলপাড়’ নামে নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এ ছবিতে শাকিবার বিপরীতে সনি রহমান অভিনয় করেছেন। শাকিবা বলেন, নতুন এ ছবিতে কাজ করে ভালো লাগছে। অনেকদিন পর আবার কাজ শুরু করেছি। সবার সঙ্গে নতুন কাজ নিয়েও কথা চলছে। ‘তোলপাড়’ ছবিতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি। দর্শকরা এটি পছন্দ করবেন বলে আশা করছি। এ ছাড়া মাঝে নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছি। এ ছবিতে আমার চরিত্র একজন টিভি সাংবাদিকের। নতুন বছরে নতুন সিনেমায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো। মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে কথা হয়েছিল। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এ ছাড়া সামনে আহমেদ ইলিয়াস ভুঁইয়ার পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। এরইমধ্যে এ বিষয়ে মিটিং হয়েছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই ছবির মহরত অনুষ্ঠিত হবে। এ ছবিতে সনি রহমান আমার বিপরীতে কাজ করবেন। এছাড়া আরো একজন হিরো এতে থাকার কথা রয়েছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর ‘চলো না ঘুরে আসি’ নামের টেলিছবিতে কাজ করেছেন শাকিবা। নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে। শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’-তে কাজ করলেও এটি এখনো মুক্তি পায়নি। ছবিটি পরিচালনা করেন এনামুল করিম নির্ঝর। নতুন বছরে নতুন আরো কিছু কাজের খবর জানাবেন এই চিত্রনায়িকা। শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক Share this:FacebookX Related posts: ‘আপনার নাম্বারটা দিন, কথা আছে…’ আবার শাকিবের গায়ে কাঁদা ছিটালেন অপু বিশ্বাস ৯৯৯ এ ফোন: ভারতীয় লেখকের পাসপোর্ট উদ্ধার মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার মাধুরীর প্রথম নায়ক ছিলেন তাপস পাল, শোক জানালেন নায়িকা হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন সালমান শাহ : পিবিআই যে পাঁচ কারণে আত্মহত্যা করেন সালমান শাহ এন্ড্রু কিশোর অবস্থা আশংকাজনক পূরণ হয়নি এন্ডু কিশোরের শেষ ইচ্ছা: করতে চেয়ে ছিলেন ‘প্রার্থনা কুঞ্জ’ এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী প্রথম করোনার টিকা নেবেন নার্স রুনু কস্তা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কাজ করছেনচিত্রনায়িকানতুন সিনেমাশাকিবা