কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

অনলাইন ডেস্ক : করোনার হটস্পট গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। শনিবার থেকে লকডাউন আর থাকবে না বলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক।

গত ১৩ জুন থেকে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে লকডাউন শুরু হয়। ইউএনও জানান, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত মাসের ১২ জুন রাত ১২টা থেকে ওই ৩টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়।

জানা গেছে, কালীগঞ্জে এ পর্যন্ত সর্বমোট ২ হাজার ৪৮২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৩৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের থেকে ইতোমধ্যে ২৩৮ জন করোনা জয় করে ঘরে ফিরেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে।