‘অনুমতি ছাড়া’ নামাজ পড়ায় মালয়েশিয়ান পর্যটক আটক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় কাজ নিষিদ্ধ। সেখানে নামাজ ও কুরআন পড়া এমনকি দাড়ি রাখাকেও অভিযোগ হিসেবে দেখা হয়। এবার সেখানকার এক মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছে দেশটি।ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অনুমতি’ না নিয়ে নামাজ পড়ায় তাদের আটক করা হয়। তবে পরবর্তীতে তাদের জিজ্ঞাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়।

মালয়েশিয়ান পর্যটকরা জানান, আমরা বেশ দুশ্চিন্তায় ছিলাম, মুসলিম হয়েও আমাদের নামাজ আদায় করার অধিকার কেড়ে নিয়েছিল তারা।তারা বলেন, আমরা একটি মসজিদে প্রবেশ করতে পেরে শান্তিতে নামাজ আদায় করতে পারায় শুকরিয়া আদায় করছিলাম। আমরা বেশ খুশি ছিলাম। কিন্তু এরপরই হঠাৎ ঘটে বিপত্তি।ফেসবুক পোস্টে তারা জানান, নামাজ শেষ করেই আমরা দেখতে পাই পুলিশ দাঁড়িয়ে আছে। তারা আমাদের ধরে একটি অজানা জায়গায় নিয়ে যায়।  সেখানে একটি বন্দি রুমে আটকে রাখা হয়।এরপর তাদের সঙ্গে ট্যুর গাইড হিসেবে থাকা একজন গণমাধ্যমকর্মী পুলিশের সঙ্গে কথা বললে তাদের ছেড়ে দেয়া হয়।