বেসিক ব্যাংকের চেয়ারম্যান ও এমডি অবরুদ্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃবেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।রোববার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের কার্যলয়ে তাদের অবরুদ্ধ করা হয়।বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদ হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন।এ সময় বিক্ষুব্ধ কর্মকর্তারা বলেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহাল না করা পর্যন্ত এমডি-চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের বের হতে দেওয়া হবে না। ভোটাধিকার হরণের প্রধান অস্ত্র ইভিএম গত ২২ ডিসেম্বর সন্ধ্যার পর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের একটি চিঠি ব্যাংকে মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়।চিঠিতে বলা হয়, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হয়। ওই সিদ্ধান্ত ২২ ডিসেম্বর থেকে কার্যকরের কথাও জানানো হয়।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো করার এই নির্দেশনা জারির ফলে কমে যাবে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। Share this:FacebookX Related posts: সাত মাসে ৮২ হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিংমল এবার কোরবানির পশু আসবে ট্রেনে ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত যুবলীগ চেয়ারম্যান করোনায় আক্রান্ত ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার বাংলাদেশে বিদেশীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী : বিএসইসি চেয়ারম্যান SHARES Matched Content অর্থনৈতিক বিষয়: অবরুদ্ধএমডিওচেয়ারম্যানবেসিক ব্যাংকের