কমিউনিটি ব্যাংকের ১৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

অনলাইন ডেস্ক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টাস এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। উক্ত সভায় ব্যাংকের ব্যবসা পরিচালনা ও নীতি নির্ধারনীমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ মহসিন হোসেন, এনডিসি, অ্যাডিশনাল আইজি (রেলওয়ে), বাংলাদেশ পুলিশ, জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র‌্যাব, জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-১) বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ, জনাব কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।