ভালুকায় কবিরাজ কর্তৃক শিশুর ইজ্জত লুটের অভিযোগ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় ৫০ বছর বয়সী ইউনানী কবিরাজ কর্তৃক চার বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড পাড়াগাঁও বড়চালা গ্রামে সালসা মার্কেটের পাশে খালেক সালসার বাড়িতে ভাড়াটিয়া জনাব আলীর মেয়ে (৪) বাড়ির মালিক স্থানীয় প্রভাবশালী ইউনানী চিৎকিসক খালেক (৫০) সালসা জোরপূর্বক নির্যাতন চালায়।এতে ছোট মেয়েটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। ধর্ষণের শিকার শিশু মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।

বরুণ ধাওয়ানের সঙ্গে নেচে উত্তাপ ছড়াচ্ছেন নোরা ফতেহি

ধর্ষণের শিকার ওই মেয়ের পরিবার বাড়াটিয়া হওয়ায় খালেক সালসার প্রতিবেশী রতন ও ধর্ষণকারীরা হুমকি দিচ্ছে যাতে বিষয়টা কাউকে না জানানো হয় বলে মেয়েটির বাবা জনাব আলী জানান।স্থানীয় প্রভাবশালী কিছু লোক মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে আপ্রাণ চেষ্টা করছে এবং তাদের ভয়ে ওই এলাকার কেউ বিষয়টি জানা সত্বেও মুখ খুলছে না।ধর্ষীতার বাবা ঘটনার তিনদিন পর (২৮ ডিসেম্বর) শনিবার ধর্ষণের বিষয়টি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিনকে জানালে তিনি বিষয়টি তদন্তে পুলিশকে নির্দেশ দেন।

ওসি মাঈন উদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করার জন্য অভিযান অব্যহত আছে। ধর্ষক খালেক সালসাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।শিশু ধর্ষণের সাথে জড়িত খালেক সালসাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি এলাকা বাসীর।