গৌরিপুরে মানবপাচারকারী চক্রের দালাল গ্রেফতার

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ গৌরিপুর দালাল চক্রের মাধ্যমে ৪ জন বাংলাদেশী সৌদি আরবে পাড়ি জমায়, গত ৪ মাস যাবৎ তারা সেখানে মানবেতর জীবন-যাপন করছে। উচ্চ বেতনের চাকুরি দেওয়ার নামে ভিকটিম মোঃ শহিদুল ইসলাম, হুমায়ুন করিব সুজন, মোঃ সোহেল মিয়া , আঃ খালেক গন স্থানীয় এক দালালের প্ররোচনায় উচ্চ বেতনের চাকুরি দেওয়ার আশ্বাসে প্রত্যেকের নিকট ছয় লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠায়।

বর্তমানে ভিকটিমগন সৌদি আরবে নির্যাতনের স্বীকার হচ্ছে এবং মানবতর জীবন যাপন করছে মর্মে ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের নিকট মোবাইলে মেসেজের মাধ্যমে একটি বার্তা আসে।

পুলিশ সুপার বিষয়টি প্রাথমিক তদন্ত সাপেক্ষ্যে দালাল চক্রকে সনাক্ত করতঃ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। জেলা ডিবি পুলিশ ২৮ জুন গৌরিপুর ইছুলিয়া গাংপাড় গ্রাম থেকে দালাল চক্রের এক সদস্য মৃত মাহমুদ আলীর ছেলে মো: দুলাল মিয়া (৪৫) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে এই সংক্রান্তে ভিকটিম গৌরিপুর ২ নং ইউনিয়ন হিম্মতনগরের মোঃ আব্দুল হামিদ (৬৮) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করিলে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/৭/৮(২) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।