চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ জাহাঙ্গীর আলম লিটন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া (মোল্লা বাড়ি) গ্রামের মৃত আবুল কালামের পুত্র।রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে চন্দ্রগঞ্জ আফজাল রোডের মোড় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেফতার ২

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই শাহজালাল শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইয়াবা বেচাকেনা অবস্থায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ আফজাল রোড থেকে মাদক কারবারি জাহাঙ্গীর আলম লিটনকে গ্রেপ্তার করেন। এ সময় লিটনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দীন ইয়াবাসহ মাদক কারবারি লিটনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।