নাটোরে গ্রীল কেটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাসায় চুরি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নাটোরে গ্রীল কেটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাসায় রবিবার (২৮ জুন) রাতে চুরির ঘটনা ঘটেছে। তবে তিনি ঢাকায় অবস্থান করায় কি কি চুরি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের কর্মকর্তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, সংসদ সদস্য রত্না আহমেদ ঢাকায় অবস্থান করার তার বাসায় কেউ ছিল না। বাড়ির কাজের লোকজন গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি চলে যায়। সকালে তারা কাজে এসে বাড়ির দারোয়ানের রুমে জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখে। এরপর দোতলায় গিয়ে এমপির রুমে গ্রীল কাটা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় রুমের কয়েকটি ওয়্যারড্রপের ড্রয়ার খোলা দেয়া গেছে। একটি বটি ও রড দিয়ে আলমারিসহ বিভিন্ন ড্রয়ার ভাঙ্গার চেষ্টা করে। এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থলে যান পুলিশের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সিসি ক্যামেরা দেখে আসামিদের গ্রেফতার ও কারণ উদঘাটন করা হবে। এ ব্যাপারে রত্না আহমেদ এমপি বলেন, সংসদ চলায় তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি ফিরে বিস্তারিত বলতে পারবেন। তবে বাড়িতে তার কিছু নগদ টাকা, স্বর্নালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। Share this:FacebookX Related posts: নাটোরে বিদেশী পিস্তলসহ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার নাটোরে লালপুর থেকে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ সরকার যে বেতন দেয়, তার বাইরে হাত পাতানোর দরকার পড়ে না-খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বাড়তি ধান-চাল সংরক্ষণ, মিল মালিককে জরিমানা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: গ্রীল কেটেনাটোরেবাসায় চুরিরত্না আহমেদেরসংরক্ষিত আসনের সংসদ সদস্য