ভাড়া করা দোকানে চলছে দাপ্তরিক-প্রশাসনিক কার্যক্রম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের কোন ভবন নেই। বহু বছর আগেই পরিত্যাক্ত হয়ে যায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। স্থায়ী ভবন না থাকায় ইউপি চেয়ারম্যানের ভাড়াকৃত দোকানে দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করতে হচ্ছে। এতে পরিষদ থেকে সেবা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। জানা যায়, স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। গ্রামীণ পর্যায়ে সরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। ইউনিয়নের উন্নয়ন কাজ পরিচালনার জন্য নিবিড় ভাবে জড়িত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এখান থেকেই পরিষদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়। স্থায়ী ভবন না থাকায় লংগাইর ইউপি চেয়ারম্যান মাইজবাড়ী বাজারের মসজিদ মার্কেটে দোতলার দুটি দোকান ভাড়া নিয়েছেন। প্রতি মাসে পরিষদের ভাড়া বাবদ খরচ হয় ৩ হাজার টাকা। ভাড়াকৃত ভবনেই দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে। এতে উন্নয়ন কাজ পরিচালনা করাসহ দাপ্তরিক ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। পূববর্তী জনপ্রতিনিধিদের জোরদার তৎপরতা না থাকাসহ সরকারি বরাদ্দের নানা সীমাবদ্ধতাকে কমপ্লেক্স না হওয়ার ক্ষেত্রে দায়ী করছেন স্থানীয় লোকজন। ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের কৃষক সাইফুল মিয়া বলেন, যেকোন সেবা পেতে তাদের ৩ কিলোমিটার দূরে মাইজবাড়ী বাজারে যেতে হয়। পরিচয়পত্র, ভিজিডির চাল, ভিজিএফের চাল, কৃষি বিষয়ক পরামর্শ ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পেতে তাদের দুর্ভোগ পোহাতে হয়। লংগাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, নিজস্ব ভবন না থাকায় মার্কেটের দোকান ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম চালাতে হচ্ছে। ভবনের অভাবে উন্নয়ন কার্য ব্যাহত হওয়াসহ জনগনের দূর্ভোগ পোহাতে হচ্ছে। জমি নির্বাচন করে জেলা স্থানীয় সরকার শাখায় একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমপ্লেক্সটি হলে সেবার মান আরও ভালো হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান বলেন, ইউনিয়ন কমপ্লেএক্সের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন বাঁচানো গেলো না উদ্ধার হওয়া হালুয়াঘাটের সেই নবজাতককে গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা ময়মনসিংহে বাসের চাপায় সড়কে ঝরলো শিশুসহ ৭ জনের প্রাণ SHARES Matched Content দেশের খবর বিষয়: দাপ্তরিক-প্রশাসনিক কার্যক্রমভাড়া করা দোকানে চলছে