কোটি ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এ মরণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৮১ হাজার ৫৪৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ এক হাজার ২৯৮ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে। বিশ্বজুড়ে চলা করোনা মহামারির প্রকোপ এখন চলছে আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন, জপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। টানা ৩ দিন আক্রান্তে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা এখন ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। সেখানে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন। বিশ্বে সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত প্রায় ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। মারা গেছেন ৫৬ হাজার ১০৩ জন। এদিকে, লকডাউন শিথিলের পর থেকে ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ১৬ হাজার ১০৩ জন। ভারতে শেষ এক লাখ সংক্রমণে সময় লেগেছে মাত্র ছয় দিন! সংক্রমণ বাড়ছে পাকিস্তান এবং বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে ভাইরাসটি প্রকোপ নিয়ন্ত্রণে সব দেশের প্রতি এ সংক্রান্ত পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। বিশেষ করে দুই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সতর্ক করেছেন তিনি। Share this:FacebookX Related posts: উহানে শূন্যে নেমে এলো করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ২১৮ বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড আরব বিশ্বে হু হু করে বাড়ছে এরদোয়ানের জনপ্রিয়তা মহানবীর (স) কার্টুন প্রচারের নিন্দায় অভূতপূর্ব ঐক্য মুসলিম বিশ্বে বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলায় শীর্ষে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান ডব্লিওএইচও’র SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনায় আক্রান্তের সংখ্যাকোটি ছাড়ালবিশ্বে