ওয়ালিয়া-লালপুর প্রধান সড়ক বেহাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃ দীর্ঘদিন থেকে সংস্কার না করায় নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর ১৫ কিলোমিটার প্রধান সড়কের পিচ-কার্পেটিং ওঠে গিয়ে রাস্তাজুড়ে অসংখ্য ছোট-বড় খানাখন্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।চলাচলের বিকল্প কোনো পথ না থাকায় প্রয়োজনের তাগিদে খানাখন্দ মাড়িয়ে এই সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচারীদের, মাঝে মধ্যেই রাস্তার বিকল হয়ে পড়ছে যানবাহনগুলো। তবে দীর্ঘদিন থেকে সড়কটির এই বেহল দশা থাকলেও রাস্তাটি পুনরায় সংস্কারের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সড়কটি দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা।জানা গেছে, এই সড়কটি দিয়েই লালপুরের একমাত্র শিল্পকারখানা নর্থ বেঙ্গল সুগার মিলস, লালপুর উপজেলা পরিষদ, লালপুর থানা, লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর ফায়ার সার্ভিস, গোপালপুর পৌরসভা, লালপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও লালপুর স্টেডিয়ামে যাতায়াত করতে হয়। বাংলাদেশ ব্যাংকের (ডিজিএম) সাইদুল ইসলাম গ্রেফতার সরকারি-বেসরকারি, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়কটি দিয়ে চলাচল করে থাকে। দীর্ঘ ১০ বছর যাবত সড়কটি সংস্কার না করায় সড়কের সৃষ্ট গর্তগুলোতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে কাদায় লুটোপুটি খায় আর শুকনো মৌসুমে ধুলোয় জনদুর্ভোগ চরমে উঠে। তবে মাঝে-মাঝে সড়ক ও জনপথ বিভাগের গাড়ি এসে কিছু কিছু ভাঙা স্থানে ইট-বালি ও খোয়া দিয়ে যায়। তাতে দুর্ভোগ আরও বেড়ে যায়।রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ওয়ালিয়া-লালপুর সড়কটির ওয়ালিয়া থেকে গোপালপুর পর্যন্ত ৭ কিলোমিটারের মধ্যে প্রায় শতাধিক বড়-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো হেলে-দুলে চলাচল করছে। একই চিত্র গোপালপুর রেলগেট থেকে লালপুর ত্রিমোহনী মোড় পর্যন্ত। এ ছাড়াও সড়কটির দিয়াড়ারপাড়া, চকনাজিরপুর, ভূঁইয়াপাড়াসহ ৫টি স্থানে এক কিলোমিটার পাকা সড়কের ওপরে ইটের হ্যারিং বোম তৈরি করা আছে। এ ছাড়াও মাঝে-মাঝে সড়কের গর্তে গাড়ির চাকা পুঁতে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়।এ সময় অটোচালক সাইদুল ইসলাম, মনিরুল ইসলামসহ অনেকে বলেন, ‘রাস্তটি সংস্কার হবে বলে দীর্ঘদিন পার হলেও সংস্কার না করায় সড়কটি এখন চলাচল অনুপযোগী।রাস্তা দিয়ে যাওয়ার সময় ধুলায় গা ভরে যায় আর বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে থাকে বোঝা যায় না কোথায় গর্ত আছে, গাড়ির চাকা গেলেই উল্টে যায়। নতুন পুরাতন নেই এই রাস্তা দিয়ে গাড়ি চলালেই নষ্ট হয়ে যায়।’অসুস্থ ও প্রসূতিদের চলাচল করা খুবই কষ্টকর। দ্রুত রাস্তটি সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে বলে তারা জানান। খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন এভ্রিল এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএইচএম জাবেদ হোসেন তালুকদার বলেন, ‘পানি নিষ্কাশনের সমস্যার কারণে রাস্তাটি টিকিয়ে রাখা যাচ্ছে না।এ ছাড়াও মেইনটেনেন্সের আওতায় রাস্তটিতে কিছু কাজ করা হবে এ জন্য টেন্ডার হয়ে গেছে। তবে নাটোর জেলা সড়ক প্রকল্পের মধ্যে রাস্তাটির প্রকল্প দেয়া আছে পাস হলে রাস্তটি পূর্ণ সংস্কার করা হবে তবে সময় লাগবে বলে তিনি জানান।’‘এই অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ওয়ালিয়া-লালপুর ১৫ কিলোমিটার সড়কটি পূর্ণ সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।’ Share this:FacebookX Related posts: ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু মাজেদের সঙ্গে সাক্ষাৎ করতে স্বজনরা কারাগারে, ১০ জল্লাদ প্রস্তুত রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ওয়ালিয়া-প্রধানবেহাললালপুরসড়ক