‘খারাপ দৃশ্য কখনো করিনি, ড্রেসটা টাইট পরতাম!’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা কেয়া বলেছেন, খারাপ দৃশ্য কখনো করিনি, ড্রেসটা টাইট পরতাম! মূলত অনেকেই তাকে অশ্লীল যুগের নায়িকা হিসেবে সম্বোধন করে। এতেই বেশ ক্ষিপ্ত নায়িকা। গতকাল দৈনিক আমার সংবাদ প্রতিনিধির সঙ্গে আলাপকালে নিজেই জানালেন একথা।কেয়া বলেন, অশ্লীল যুগে কোন খারাপ সিনেমা বা দৃশ্য আমি করিনি, তবে ওইসময় ফিট ড্রেসগুলো পরেছি। কেয়া আরও বলেন, সত্যিকার অর্থে এই অশ্লীলতার বিরুদ্ধেও আমি যুদ্ধের ডাক দিয়েছিলাম। মান্না ভাইকে সঙ্গে নিয়ে বহুবার প্রতিবাদও জানিয়েছি। এরপরেও সবকিছুতে আমার নাম ঢেলে দিলে তো হবে না। কেউ যদি প্রমাণ করতে পারে আমি অশ্লীল দৃশ্য করেছি, তাহলে আমি সব দোষ মাথা পেতে নিবো। পরীক্ষায় ফেল করলে বিয়ে হবে না বহুদিন পরে চলচ্চত্রে ফিরেছেন কেয়া। দীর্ঘ চার বছর পর আবারও চলচ্চিত্রে হাজির হয়েছেন এই অভিনেত্রী। ২০১৫ সালে কেয়ার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ব্ল্যাকমানি’ মুক্তি পায়।প্রসঙ্গত, ২০০১ সালে ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় কেয়ার। ২০০৩ সালে তিনি ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।এখন ‘ইয়েস ম্যাডাম’ছবি দিয়ে আবারও ফিরেছেন কেয়া। Share this:TwitterFacebook Related posts: No related posts. SHARES Matched Content বিনোদন বিষয়: ‘খারাপ দৃশ্য কখনো’করিনিটাইটড্রেসটাপরতাম!