বাউফলে নিম্মমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফলে নিম্মমানের ইট দিয়ে একটি সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া ব্রীজ থেকে বড়ডালিমা পর্যন্ত ২ দশমিক ১৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ করছে পল্লী ষ্টোর নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

সরেজমিন পরিদর্শনকালে শাহাবুদ্দিন মৃধা, জাফর সরদার ও মানিক হাওলাদারসহ একাধিক এলাকাবাসী বলেন, সিডিউল অনুযায়ী সড়কটির নির্মাণকাজ চলছে না। ইট হাতে নিয়ে চাপ দিলে পাউডার হয়ে যাচ্ছে। তা দিয়েই চলছে নির্মাণকাজ। কাজের সাইটে এলজিইডি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী তদারকির জন্য আসেন না।

অবিলম্বে এই নিম্মমানের উপকরণ অপসারণের দাবি জানান তারা। এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, নির্মাণ কাজ পরির্দশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।