বরুণ ধাওয়ানের সঙ্গে নেচে উত্তাপ ছড়াচ্ছেন নোরা ফতেহি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুভির নতুন গান “গরমি” মুক্তি পেয়েছে । রেমো ডিসুজার পরিচালনায় স্ট্রিট ডান্সার থ্রিডি মুভির ‘গরমি’ গানটিতে বরুণ ধাওয়ানের সঙ্গে আইটেম নম্বরে কোমর দোলাতে দেখা যায় নোরা ফতেহিকে। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নোরার ভক্তরা। গানটি গেয়েছেন বাদশা এবং নেহা কক্কর। https://crimebd.news/news/1205 বর্তমানে কুলি নম্বর ওয়ানের শুটিং করছেন বরুণ ধাওয়ান। এই সিনেমায় সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বরুণ ধাওয়ান। এই প্রথম সাইফ-কন্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিনেতা। যা নিয়ে খুশি বরুণ এবং সারার ভক্তরা। তবে কুলি নম্বর ওয়ান কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি। Share this:FacebookX Related posts: No related posts. SHARES Matched Content বিনোদন বিষয়: উত্তাপছড়াচ্ছেননোরাফতেহিবরুণ ধাওয়ানের সঙ্গে নেচে