মির্জাগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মির্জাগঞ্জস্থ পটুয়াখালী জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সোমবার (২২জুন)সকাল ১১ টায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (সবুজ মৃধা) বলেন, গত শনিবার বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জাগঞ্জস্থ পটুয়াখালী জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিরুদ্ধে বাস প্রতি ৫শত টাকা করে চাঁদা আদায় করার যে অভিযোগ তুলেছেন এবং আমার ( সাধারণ সম্পাদক) নাম ব্যবহার করে একটি জাতীয় দৈনিক পত্রিকায় যে বক্তব্য ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’। মির্জাগঞ্জস্থ বাস মালিক সমিতির পক্ষ থেকে কখনও চাঁদা আদায় করা হয় না। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বরিশাল থেকে বরগুনা পর্যন্ত ৭৬ কিলোমিটার সড়কের মধ্যে মির্জাগঞ্জ ভূখন্ডে রয়েছে ৩৮ কিলোমিটার সড়ক। এ সড়কে বরগুনা জেলা মালিক সমিতির ৮টি বাস , পটুয়াখালী বাস মালিক সমিতির ৪টি, বরিশাল বাস মালিক সমিতির ১১টি ও ঝালকাঠির ১টি বাস চলাচল করলেও মির্জাগঞ্জস্থ বাস মালিক সমিতির কোন বাস এ রুটে চলাচল করতে দেয়া হয় না। এ নিয়ে বরগুনা-বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করেও কোন ফল হয়নি। যখনই আমরা যৌক্তিক দাবি এ রুটে আমাদের বাস চলাচলের দাবি জানাই তখনই তারা আমাদের নামে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তোলেন। সর্বশেষ গত ১৩ জুন উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও মির্জাগঞ্জ বাস মালিক সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কোন সমযোতা না হওয়ায় দুরপাল্লার বাস ছাড়া বরগুনা, বরিশাল ও মির্জাগঞ্জ মালিক সমিতির বাস তাদের নিজ নিজ এলাকার সীমানা পর্যন্ত চলাচল করছে। এ ক্ষেত্রে চাঁদা আদায়ের কোন প্রশ্নই উঠে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আঃ বারেক সিকদার, নির্বাহী সভাপতি যুগাল দাস, সদস্য মোঃ আবদুল খালেক ও মোঃ আব্বাস সিকদার প্রমূখ। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারীর প্রনোদনা তালিকায় অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল SHARES Matched Content দেশের খবর বিষয়: বাস মালিক সমিতিরমির্জাগঞ্জেসংবাদ সম্মেলন