খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন এভ্রিল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী মডেল, অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিল শনিবার (২৮ ডিনেস্বর) তার ইনস্টাগ্রামে বিকিনি পরে নাচের ভিডিও পোস্ট করেন। এই শীতেও খোলামেলা পোশাক পরে উষ্ণতা ছড়িয়ে চলেছেন এভ্রিল।ভিডিওতে দেখা যায় একটি ইংরেজি গানের সুরে নেচে চলেছেন তিনি। শনিবার এভ্রিলের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিওটি এরই মধ্যে ১৬ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। কমেন্টের ঘরের নানা রকম মন্তব্য করছেন নেটিজনরা। রাজাকারের তালিকার পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের: স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও বিকিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার খোলামেলা পোশাকের ছবি। ছবিতে রঙ বেরঙের বিকিনি পোশাকে একটি সুইপিং পুলের পাশে তাকে পোজ দিতে দেখা গেছে।২০১৭ সালের ২৯ শে সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরার মুকুট মাথায় নিয়েও সেখান থেকে সরে আসতে হয় তাকে। তবে প্রতিযোগিতায় না জিতেও মিডিয়াতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এখন নিয়মিতই অভিনয় করছেন টিভি নাটক-টেলিছবিতে। Share this:TwitterFacebook Related posts: No related posts. SHARES Matched Content বিনোদন বিষয়: উষ্ণতাএভ্রিলখোলামেলা পোশাকেছড়াচ্ছেন