এবার ভোলা জেলা জজের স্ত্রীও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

অনলাইন ডেস্ক : এবার ভোলা জেলা জজের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য জানান।গত শনিবার করোনায় আক্রান্ত হন ভোলার জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন। মৃত্যু হয়েছে দু’জনের। ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন। তার মধ্যে ভোলা পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত সর্বাধিক ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।

দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন দু’জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।

চরফ্যাশনে আক্রান্ত ২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১১, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ ও তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন দু’জন।

আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রয়েছেন। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ১৬৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে দুই হাজার ৬০৮ জনের। এর মধ্যে দুই হাজার ৪২০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এলেও ১৮৮ জনের পজেটিভ আসে।