বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা যুদ্ধে জয়ী হয়ে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন এ তথ্য জানান।

এর আগে রোববার তার সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তার স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।