করোনায় আক্রান্ত তামিমের পরিবারের ৪ সদস্য

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

অনলাইন ডেস্ক : এবার ক্রিকেটার তামিম ইকবালের মা’সহ তার পরিবারের ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাতেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তামিম ইকবাল নিজেই।

তবে তামিম ইকবাল নিজে এখনও আক্রান্ত নন। আক্রান্তরা হলেন, তামিমের বড় ভাই নাফিস ইকবাল, মা নুসরাত ইকবাল ও তার স্ত্রী-সন্তান।

জানা গেছে, তামিমের পরিবেরর সদস্যদের যারা করোনা আক্রান্ত, তাদের জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায়, তারা সবাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হয়েছেন। হয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপু। মাশরাফি এবং অপু, দু’জনই নিজের বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।