সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়া ২ দিনের রিমান্ডে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্ক: শেরপুরে ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার হওয়া শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান তদন্ত কর্মকর্তার ৫ দিনের রিমাণ্ড আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। একই সাথে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা দুদক (দুর্নীতি দমন কমিশন) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপপরিচালক মো. মোস্তাফজুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরীক্ষায় ফেল করলে বিয়ে হবে না দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার জামিন বাতিল ও ২ দিনের রিমাণ্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে শ্রীবরদী উপজেলার নিজ কার্যালয় হতে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা সহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল এর সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুনীতি প্রতিরোধ আইনের ১৬১ দণ্ডবিধির ৫/২ ধারায় একটি মামলা দায়ের করেন। সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। Share this:TwitterFacebook Related posts: কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২ মুন্সীগঞ্জে ৩শ’ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ২দিনেরভুঁইয়ারহমানরিমান্ডেসাব-রেজিস্ট্রার আব্দুর