বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বুধবার (১৭ জুন) তার করোনাভাইরাস পজিটিভ আসে নিশ্চিত করেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসীও বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রীর একান্ত সচিব জানান, বাণিজ্যমন্ত্রী করোনা টেস্ট করিয়েছিলেন। আজ ফলাফল পজিটিভ এসেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও মন্ত্রী রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন একান্ত সচিব। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এর আগে বর্তমান মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।