টয়োটাকে ৮৭.৬ মিলিয়ন জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ আন্তর্জাতিক ডেসস্কঃ জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা মটরকে ৮৭ দশমিক ৬ মিলিয়ন ইউয়ান বা এক কোটি ২৫ লাখ ডলার জরিমানা করেছে চীন। দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার টয়োটাকে এই জরিমানা করেছে।চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংগু প্রদেশে লেক্সাস মডেলের গাড়ির মূল্য নির্ধারণের ক্ষেত্রে টয়োটা নীতি লঙ্ঘন করায় এমন পদক্ষেপ নেওয়া হলো।বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি আইন সংস্কার করেছে চীন। নতুন আইনের আলোকেই টয়োটাকে জরিমানা করা হয়েছে। গত বছর সেখানে ২ কোটি ৮০ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। রাজাকারের তালিকার পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০১৫ ও ২০১৮ সালের মধ্যে চীনের জিয়াংগু উপকূলীয় প্রদেশে নিজেদের গাড়ি বিক্রির ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছিল জাপানি গাড়ি কোম্পানিটি। এর ফলে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মূল্য নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং এটা ক্রেতাদের অধিকারকেও হরণ করেছে।টয়োটার এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই জরিমানা সম্পর্কে অবগত আছেন এবং এ ধরনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। তবে এর বাইরে তিনি আর কিছুই বলেননি।তবে সাম্প্রতিক সময়ে চীনে লেক্সাস মডেলের গাড়ির কেনাবেচা অনেক বেড়েছে। চলতি বছরের ১১ মাস সেখানে ১ লাখ ৮০ হাজার ২শ গাড়ি বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। Share this:TwitterFacebook Related posts: No related posts. SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৮৭.৬ মিলিয়নজরিমানাটয়োটাকে