খুলনায় ইউএনওসহ করোনা পজেটিভ-৯

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

খুলনা অফিস : খুলনা ফুলতলায় নতুন করে নারী ইউএন ও ২ ব্যক্তির শরীরে কোভিট-১৯ রিপোর্ট পজেটিব পাওয়া গেছে। এই নিয়ে ফুলতলা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জন রোববার দিবাগত রাতে খুলনা মেডিকেল হাসপাতালের পিসি আরের রিপোর্ট অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানা (৩৫) এবং ফুলতলার বুড়িয়ার ডাঙ্গা গ্রামের দাউদ শেখের পুত্র এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী মো: শেখ আসাদুজ্জামান (৫৩) করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সুত্র জানায়,গত ৮ জুন কোভিট-১৯ পরিক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়।

৬দিন পর রোববার (১৪জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপালের পিসিআর থেকে কোভিট-১৯ এর পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়।প্রসঙ্গ:এর পৃর্বে ফুলতলা দামোদার সাহা পাড়া এলাকায় র্দর্গাপদ সাহার পুত্র সুমন সাহা (২৮) ইস্টার্ন জুটমিলস লিমিটেড (একাউন্স এন্ড ফাইনান্স) মোছা: শারমীন আক্তার (২৭) একই মিল শ্রমিক ও অভায় নগর রাইলি গ্রামের মো: ইবাদ আলী শেখের পুত্র মো: আজিজুজুর শেখের (৩৮),মিল শ্রমিক ও গ্রামের আজিবর শেখের স্ত্রী পারুল বেগম (২৯) এবং মিল শ্রমিক ও ফুলতলা পয় গ্রামের কামরুলরুজ্জামান ওরপে নুসুর পুত্র মেহেদি হাসান(২৫) এবং ইস্টার্ন জুট মিলের উপ-ব্যবস্তাপক (এজপোষ্ট) মো: পারভেজ হোসেন (৪৩),ফুলতলায় আগত পুীলশের এএস আই মামুদ (৩২) এর কোভিট-১৯ পজেটিভ রিপোর্ট প্রকাশ পায়।