চৌগাছায় কপোতাক্ষ সেতুর সংযোগ সড়কে ফাঁটল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছার নারায়নপুরে কপোতাক্ষ নদের উপর নির্মিত সেতুর সংযোগস্থ সড়কে ফাঁটল দেখা দিয়েছে। ঘুর্ণিঝড় আম্ফান ও সম্প্রতি অতিবর্ষনের ফলে সেতুর সংযোগ সড়কের কিছু অংশে ফাঁটল ধরে ধসে পড়ছে। নিরাপত্তাহীনতায় চলাচল করছে যানবাহনসহ জনসাধারণ। জানা গেছে ২০১৫ সালে সেতুটির সংযোগ সড়কসহ নির্মাণ কাজ শেষ হয়ে ২ বছর না যেতেই দুই পাশের সংযোগ সড়কে এই ফাঁটল দেখা দেয়। কোন কোন স্থানে সড়কের অংশবিশেষ ভেঙ্গে নদীতে পড়েছে। যে কোন সময় দুই পাশের মাটি ধসে সংযোগ সড়কটি কপোতাক্ষে বিলিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। সংযোগ সড়কের ফাঁটলের ফলে সেতুটিতে হালকা যানবাহন চলাচল করলেও ভারি যানবাহন বন্ধ রয়েছে। সেতুটিতে চলাচল কারি দেবীপুর বাজারের ব্যাবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ জানিয়েছেন, সেতুটি নির্মান শেষে দুই পাশের সংযোগ সড়কটি অন্য এলাকা থেকে মাটি এনে সারি রাস্তা করার কথা ছিল। নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল বলেন, সড়ক ও জনপথের টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করেছেন। তবে কোন ঠিকাদার প্রতিষ্ঠান করেছেন তা আমার জানা নেই। সড়কে ফাঁটলের ব্যাপারে উপজেলা প্রকৌশলি অফিসে ও সওজকে জনানো হয়েছে। কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছেন না। সড়কটি অবিলম্বে সংস্কার করা হলে জনদূর্ভোগ বাড়বে। জানাগেছে ২০০১ সালে ২৬মে প্রথম বৌদ্ধধ কৃতকাজ এর শুভ উদ্বোধন করেন তৎকালীন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। প্রথম দফায় ঠিকাদার প্রতিষ্ঠান শাওন কন্সট্রাশন প্রথম বরাদ্দকৃত অর্থের কাজ শেষ করলে জোট সরকারের সময় সেতুটির নির্মাণকাজ বন্ধ হয়ে যাই। পরে ২০১২ সালে এলাকাবাসীর পক্ষে ঢাকা ট্যাকসেসবার সমিতির বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড.এ্যাড.এ বি এম আহাসানুল হক আহসান সেতুটি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে প্রধানমন্ত্রী সেতুটির অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পুনরায় অর্থ বরাদ্দের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতুটির নির্মান কাজ শেষ করার ৬ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। পরর্তীতে প্রধানমন্ত্রী দপ্তরের সরাসরি নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার উন্নয়ন মন্ত্রনালয় (এলজিডি) চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর থেকে নারায়নপুর ব্রীজ পর্যন্ত সড়কটি পাকাকরনে ৫৪ লাখ টাকা বরাদ্দ হয়। এ ব্যাপারে কথা হয় ঢাকা ট্যাক্সেস বার সমিতির বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল হক আহসানের সাথে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই আজ এ অঞ্চলের মানুষ এই সেতুটি পেয়েছেন। সেতুটি নির্মাণ হওয়ার ফলে নারায়নপুর, পেটভরা, বকশিপুর, সুইতলা, ইলেশমারী, ভগমানপুর, গুয়াতলি, চাঁদপাড়াসহ পার্শবর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার একাংশের মানুষের চলাচলে ব্যাপক সুবিধা হয়েছে। প্রসঙ্গত চৌগাছা উপজেলার দেবীপুর, হাকিমপুর, পাতিবিলা, নিয়ামতপুর, মুক্তদাহ, মাঠচাকলাসহ কালীগঞ্জ উপজেলার মানুষের চলাচলের ক্ষেত্রেও এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয়রা জানান, সেতুটি নদ ও মূল সড়ক থেকে অনেক উঁচুতে। সেকারণে সেতুর সংযোগ সড়কও উঁচু করা হয়েছে। তা ছাড়া সেতু সংলগ্ন সড়কের দুপাশেই রয়েছে বড় বড় পুকুর। এ ব্যাপারে নারায়ণপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী আব্দুল আলিম, আমিনুর রহমান, তুহিনুর রহমানসহ অনেকে সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ সঠিক পদ্ধতি অনুসরণ না করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দোষারোপ করেছেন। এলাকাসীর আরো জানিয়েছেন সেতুটির নির্মাণ কাজ শেষে উৎদ্বোধন করার জন্য যে নামফলকটি তৈরি করা হয়েছিল সেটিও উদ্বোধনের আগেই নদীগর্ভে বিলিন হয়ে যায়। এ ব্যাপারে চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সেতুর সংযোগ সড়কটি সড়ক ও জনপদ বিভাগের ছিল। যার ফলে কি কারণে ফাঁটল দেখা দিয়েছে তা তারাই বলতে পারবেন। বর্তমানে এলজিডির নিকট হস্থান্তর করা করা হয়েছে। তাই অতিদ্রুত কি ভাবে সংস্কার করা যায় সেই চেষ্টা করছি। Share this:FacebookX Related posts: চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশু শিক্ষার্থী হত্যা চৌগাছায় বস্তাবন্দি লাশ উদ্ধার চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: কপোতাক্ষ সেতুরচৌগাছায়ফাটলসংযোগ সড়কে