শীতের রোগে মৃত্যু অর্ধশতাধিক

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্কঃ শীতের নানা রোগে আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখে পৌঁছেছে। আর মৃত্যু হয়েছে অন্তত অর্ধ শতাধিক।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য মতে, চলতি বছরের পয়লা নভেম্বর থেকে এ পর্যন্ত শীতজনিত রোগে ৫০ জনের মৃত্যু হয়েছে।এই সময়ের মধ্যে খাগড়াছড়ি ও পঞ্চগড়ে মারা গেছে ১০ জন করে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, খাগড়াছড়ির সবাই মারা গেছে শ্বাসজনিত সমস্যায়। তবে পঞ্চগড়ের যারা মারা গেছে তারা বিভিন্ন জন বিভিন্ন রোগে ভুগছিলেন।

শীতে যমুনা চরাঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত