যমুনার ভাঙনে নাগরপুরে ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান বিলীন

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এর ফলে দুই শতাধিক পরিবারের বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রাস করেছে রাক্ষুসী যমুনা।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদের পাইকশা মাইঝাইল এলাকায় যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন দেখা দেয়। অব্যাহত ভাঙ্গণে স্থানীয় পাইকশা মাইঝাইল বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের বসতবাড়ি যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ভেঙ্গে পড়েছে নবনির্মিত ৩৫ নং পাইকশা মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙ্গন কবলিত নদী পাড়ের অসহায় মানুষ।

নদী ভাঙ্গন রোধে স্থায়ী কোন উদ্যোগ না নেয়ায় অব্যাহত ভাঙ্গণে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন এলাকাবাসী। ইতোমধ্যে এলাকার লোকজন ভাঙ্গণ আতঙ্কে তাদের ঘড়বাড়ি ও গাছপালা কেটে অন্যত্র সড়িয়ে নিচ্ছে।

ভাঙ্গণের শিকার ক্ষতিগ্রস্থরা জানান, যমুনার ভাঙ্গণে কমপক্ষে দুইশত পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। সহায় সম্বলহীন ক্ষতিগ্রস্থরা সরকারের কাছে সহযোগীতার দাবি জানান।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সরেজমিন ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে বলেন, যারা নদী ভাঙ্গণে আশ্রয় হারিয়েছেন তারা যেন অস্থায়ী আশ্রয় কেন্দ্র জনতা মহাবিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে আশ্রয় নেন। এদের তালিকা করে সরকারি সহযোগীতারও আশ্বাস দেন তিনি।