শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন । সোমবার (১৫ জুন) দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয় বলে জানান তার একান্ত সহকারী দিদার খান।
দিদার বলেন, কয়েকদিন ধরে মোকাব্বির খানের জ্বর ছিল। গত রাত থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করানো হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য নুমনা নেওয়া হয়েছে। এখনও ফলাফল আসেনি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।