গুইমারায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

আব্দুর রহিম,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় মোটর সাইকেল সমিতি সহ বিভিন্ন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

১৪ জুন রবিবার সকাল ১০ টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী উত্তোরণে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা উপস্থিত থেকে উপজেলার সদর ইউনিয়নে ৩শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবলু হোসেন, গুইমারা ইউপি সদস্য ঝনার্ধন সেনসহ গুইমারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।