ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনীতিককে হারালো। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমুল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। তিনি বলেন, শেখ মো. আব্দুল্লাহ’র আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। সূত্র, বাসস। Share this:FacebookX Related posts: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ফাদার পিশোতোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে SHARES Matched Content জাতীয় বিষয়: ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতেরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীশোক