আধা কিলোমিটার রাস্তা ভেঙ্গে যানবাহন চলাচলের অনুপযোগী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু ব্যবসায়ীদের অসংখ্য বালু বোঝাই ট্রাক চলাচলের কারনে ঢাকা-বেনাপোল মহাসড়কের গোপালগঞ্জের ভাটিয়াপাড়া-কালনা অংশের প্রায় আধা কিলোমিটার রাস্তা ভেঙ্গে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারনের দুর্ভোগ চরমে উঠেছে। ব্যবসায়ীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কর্তৃপক্ষ বার বার পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছেন। ঢাকা-বেনাপোল মহাসড়কের গোপালগঞ্জের ভাটিয়াপাড়া-কালনা অংশের প্রায় আধা কিলোমিটার এলাকার অবস্থা এমনই। গত বৃহস্পতিবারের(১১ জুন)ছবি এগুলো। সড়কে আটকে যাচ্ছে যানবাহন। চলাচলই করতে পারছেনা। আটকে পড়া যানবাহন গুলোকে লোকজন ঠেলে পার করছে ওই এলাকা টুকু। এটি নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা। আর বৃষ্টি হলে অবস্থা আরো খারাপ।ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ছোট-খাটো যানবাহন গুলোকে। কেউ যেন দেখবার নেই। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরীঘাট এলাকা থেকে ভাটিয়াপাড়া মোড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় রয়েছে প্রায় ৩৫টি বালুর চাতাল। ৩০ থেকে ৩৫ জন বালু ব্যবসায়ী দীর্ঘ ৫/৬ বছর ধরে ব্যবসা করছেন। এসব ব্যবসায়ীরা সড়কের পাশে বালু রেখে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকের কাছে বালু বিক্রি করে আসছেন। এসব বালু ১০ চাকার ট্রাকে করে আনা নেয়ার কারনে রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসন ইতোপূর্বে বালু ও ইটের খোয়া ফেলে বেশ কয়েকবার খানাখন্দ ঠিক করেছে। অতি সম্প্রতি প্রবল বৃষ্টি হওয়ায় সেসব স্থান ভেঙ্গে ডেবে গেছে সড়কটি এখন যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। ওই সড়কে চলাচলকারী গাড়ি চালকেরা জানান, গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার কারণে গর্তের স্থান গুলো ভেঙ্গে ডেবে গেছে।কালনা ঘাট দিয়ে প্রতিদিন প্রায় তিনশ’ যানবাহন চলাচল করে থাকে। এভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা”ছাড়া রাস্তা খারাপ হওয়ায় কখনো কখনো কাঁদায় আটকে ২/৩ ঘন্টা আটকে থাকতে হয় তাদের। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম জানান, সড়কের যে অংশটুকু ডেবে গেছে সেটুকু ঠিক করার জন্য পদক্ষেপ গ্রহণ করা এবং বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেসয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে। স্থানীয় লোকজন এবং ওই রাস্তায় চলাচলকারীরা ওই স্থান থেকে বালু ব্যবসা সরিয়ে অন্যত্র নেয়ার দাবী জানিয়েছেন। Share this:FacebookX Related posts: খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ ৬ ঘন্টা পড়ে ছিল লাশ, কেউ এগিয়ে আসেনি রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার বকশিবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অনুপযোগীআধা কিলোমিটার রাস্তা ভেঙ্গেচলাচলেরযানবাহন