বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনা আক্রান্ত: বাড়ি লকডাউন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম নামে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তারা দুই জন বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বিএনপি’র নেতা আবু তাহের ভারতের বাড়িতে ভাড়া থাকেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী জানান, গত দুইদিন আগে এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। সেকারণে তাদের দু’জনেরই বাড়িতে লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন বলে তিনি নিশ্চিত করেন।