বান্ধবী ইউলিয়ার সঙ্গেই গোপনে সংসার করছেন সালমান খান! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ বিনোদন ডেস্ক : বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত অবিবাহিত পুরুষ সালমান খান, তা নিয়ে কোনো দ্বিমত নেই। সালমানের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই যেন। ‘কপিল শর্মা শো’ থেকে হিন্দি ছবির চিত্রনাট্যেও উঠে আসে বলিউডের ভাইজানের বিয়ের প্রসঙ্গ। কলেজের ক্যানটিন থেকে গভীর রাতে বেডরুমেও আলোচনা হয় কবে বিয়ে করবেন বলিউড ভাইজান? কাকেই বা করবেন বিয়ে? ঐশ্বরিয়া-ক্যাটরিনা থেকে শুরু করে দিনে দিনে তো অনেক নামই যোগ হলো তার প্রেমিকা ও হবু বউয়ের তালিকায়! তবে সবাইকে পেছনে ফেলে গেল দেড়-দুই বছর ধরে আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছেন রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভাঞ্চুর। এই মডেলকে আজকাল সালমান খানের ব্যক্তিগত সকল কাজের সঙ্গী হিসেবেই দেখা যায়। সে হোক পরিবারের সঙ্গে বাড়িতে কিছু কিংবা বাড়ির বাইরে কোথাও। সালমানের বাসভবন গ্যালাক্সিতেই নাকি থাকেন ইউলিয়া। তার বাবা-মা ও পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে কাটে তার সময়। ভারতীয় পোশাক পরেন, ভারতীয় সংস্কৃতি মেনে চলেন। যেন ঘরেরই মেয়ে। সালমানের জন্মদিনে স্পেশাল উপহার দেন ইউলিয়া। এবারে দিয়েছেন প্রকাশ্যে চুম্বন। সালমানের অনেক পার্টিতেও সঙ্গী হিসেবে দেখা গেছে এই রোমানিয়ান মডেলকে। এসব দেখে বলিউডে জোর গুঞ্জন উড়ে বেড়াচ্ছে সালমান খান ইউলিয়াকে বিয়ে করেছেন বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, মডেল ইউলিয়ার সঙ্গেই গোপনে সংসার করছেন সালমান খান! এই প্রশ্নের উত্তর কবে মিলবে তা বলা মুশকিল। ২০১৮ সালের শুরুর দিকে হঠাৎ করেই সালমানের বান্ধবী হিসেবে আলোচনায় আসেন ইউলিয়া। তখন ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয় এই রোমানিয়ানকে বিয়ে করতে চলেছেন সাল্লু ভাই। পুত্রবধু হিসেবে সালমান খানের মা সালমা খান নাকি সেই ইঙ্গিত দিয়েছেন। তবে আজ অব্দি সেই বিয়ের খবর পাওয়া যায়নি। কিন্তু সালমানের বাড়িতে তখন থেকেই ইউলিয়ার থাকা শুরু। এজন্যই দুয়ে দুয়ে চার মেলানো হচ্ছে। সবাই ভাবছেন সালমানের বিয়ে হয়ে গেছে গোপনেই। সিনেমায় নিজের ব্যাচেলর ইমেজ ধরে রাখতে সেটা প্রকাশ করছেন না তিনি। কিন্তু বাস্তবে সংসার করছেন ইউলিয়ার সঙ্গে। গেল শুক্রবার, ২৭ ডিসেম্বর ৫৪ বছরে পা রাখলেন সালমান খান। সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটেই তার জন্মদিনের আয়োজন করা হয়। সোহেলের বাড়িতে জন্মদিনের পার্টিতে হাজির হয়ে বোন অর্পিতা খান শর্মা এবং বান্ধবী ইউলিয়া ভাঞ্চুরকে পাশে নিয়ে কেক কাটেন সালমান। সেই পার্টিতেই সালমানকে জড়িয়ে ধরে চুম্বন করে নতুন আলোচনার জন্ম দিলেন ইউলিয়া। সালমান ও ইউলিয়ার ফ্যান পেজ থেকে চুম্বনের সেই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। প্রাথমিকের ক্লাস শিক্ষকরাই প্রশ্নপত্র প্রণয়ন করবেন Share this:FacebookX Related posts: ‘আপনার নাম্বারটা দিন, কথা আছে…’ আবার শাকিবের গায়ে কাঁদা ছিটালেন অপু বিশ্বাস এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার দিনে একটি পেয়ারা খেলে কী হয়? হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন সালমান শাহ : পিবিআই যে পাঁচ কারণে আত্মহত্যা করেন সালমান শাহ করোনার প্রাথমিক লক্ষণ মানুষের ঘ্রাণশক্তি চলে যায় এন্ড্রু কিশোর অবস্থা আশংকাজনক পূরণ হয়নি এন্ডু কিশোরের শেষ ইচ্ছা: করতে চেয়ে ছিলেন ‘প্রার্থনা কুঞ্জ’ এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গোপনে সংসারবান্ধবী ইউলিয়াসালমান খান!