ফোরটোয়েন্টি ফাইজলামি বাদ দেন: মান্না

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিউজ ডেস্কঃ নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডাকসুর ভিপি নূরুল হক নুরুর উপর যেভাবে হামলা হয়েছে সেই ছবি ভিডিওগুলো কোথায়। এখন আবার নূরের নামে মামলা হয় কেন? এসব ফোর টুয়েন্টি ফাইজলামি বাদ দেন। দেশের মানুষ সব বুঝে।রোববার (২৯ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশে তিনি এ কথা বলেন।মান্না বলেন, ছাত্র আন্দোলনকে সবাই ভয় করে, এই সরকারও করছে। তাই বারবার হামলা হচ্ছে।

পঞ্চগড়ে রেলপথ মন্ত্রীর সহধর্মীনি নিলুফা জাহানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন এলে তারা কি বহিরাগত? এই ভবনে অভিভাবকরা যায় না? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না, সাধারণ ছাত্ররা যাবে না? অবশ্যই যাবে।তিনি মুক্তিযোদ্ধা মঞ্চকে বহিরাগত বলে দাবি করে নূরের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান।হুঁশিয়ারি দিয়ে মান্না আরো বলেন, আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো। গায়ের জোরে ভোট হয়েছে এই সরকারকে মানি না।আমরা কর্মসূচি দেবো ফোরটোয়েন্টি সরকারের বিরুদ্ধে। আমরা বড় কর্মসূচি নিয়ে আসছি।