মোবাইল বিস্ফোরণে দগ্ধ কলেজছাত্রের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় বিস্ফোরণে দগ্ধ কলেজছাত্র অপূর্ব দাস মারা গেছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অপূর্ব দাস সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো। গত রোববার (০৭ জুন) সকালে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় মোবাইল বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায়। এ সময় মারাত্মক ভাবে দগ্ধ হয় কলেজ ছাত্র অপূর্ব দাস ও তার মা। পরে মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে অপূর্বর মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কর্মচারী মো. মিজানুর রহমানের ভাড়াটিয়া বানু রানী দাসের ছেলে অপূর্ব রোববার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় কথা বলছিল। এ সময় বিদ্যুস্পর্শ হয়ে মোবাইল বিস্ফোরনে শরীরে আগুন লেগে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। মা বানু রানী ছেলেকে বাঁচাতে এসে সেও দগ্ধ হয়। বাড়ির মালিক মিজানুর রহমান জানান, তাদের শরীরে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছি না। তবে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এ সময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আগুনে পোড়া ছিল। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়ে গেছে। অপূর্ব ও তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। Share this:FacebookX Related posts: গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ফেসবুকের কল্যাণে দুর্গা ফিরে পেল পরিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দগ্ধ কলেজছাত্রের মৃত্যুমোবাইল বিস্ফোরণে