গৌরীপুরে হত্যা মামলার ৬জন আসামীসহ গ্রেফতার ৯জন

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ জুন) অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারের ব্যবসায়ী আব্দুল ওহাব হত্যা মামলার ৬ জন আসামীসহ ৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, ওহাব হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে জমশেদ আলীর পুত্র মোঃ মানিক মিয়া (৩৫), মোঃ সাগর মিয়া (১৮), মৃত ইয়ার হোসেনের পুত্র জমশেদ আলী, মৃত ছোবহান মোঃ বাচ্চু মিয়া (৫৫), বাচ্চু মিয়ার পুত্র মোঃ সেন্টু মিয়া (১৮), মোঃ চাঁন মিয়ার পুত্র মোঃ শরিফ মিয়া (২৭) কে গ্রেফতার করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও নিয়মিত মামলায় গোলকপুর গ্রামের মরজত আলীর পুত্র মোঃ রকি মিয়া (২০), হাটশিরা গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র মোঃ আমিরুল ইসলাম (৩০), আলম মিয়া (৩২) গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।