বাণিজ্য মেলায় ২৫০ টাকার মধ্যে পুলিশের চাঁদা ১১০ টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃ মাত্র দুই দিন পরই শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মাসব্যাপী এ মেলার প্রস্তুতি চলছে পুরোদমে। এবারের ৪৫০টি স্টল নির্মাণে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন অন্তত কয়েক হাজার শ্রমিক। আর তাদের খাবারের চাহিদা মেটাতে ও নির্মাণ সামগ্রী বিক্রি করতে মেলা মাঠে অস্থায়ী ভিত্তিতে গড়ে উঠেছে বেশ কিছু দোকান।মেলা শুরুর আগেই অস্থায়ী এসব ব্যবসা কেন্দ্র করে লেনদেন ছাড়ায় কোটি টাকা। তবে, দোকান বসাতে চাঁদাবাজির অভিযোগ আছে প্রভাবশালী ও পুলিশের বিরুদ্ধে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে সামনে রেখে শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণের কর্মযজ্ঞ চলছে রাতদিন। মেলার মাঠে কথা হলো গেন্ডারিয়া থেকে আসা লাবনী আক্তারের সঙ্গে। গেলো কয়েক বছর ধরেই মেলার প্রস্তুতিকে কেন্দ্র করে অস্থায়ী মোবাইলের দোকান দেন তিনি। ডিসেম্বরের পুরোটা সময় বেচাবিক্রি বেশ ভালো। মূলত মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ শ্রমিকরা ভিড় করেন দোকানটিতে। নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস তিনি বলেন, বেচা বিক্রি বেশ ভালো। এখানে আমি একাই। কাস্টমাররাও আমার পরিচিত হয়ে গেছে।ছড়িয়ে ছিটিয়ে এমন শ’খানেক বিভিন্ন ধরনের দোকান বসেছে মেলার মাঠে। একই রকম দোকান বসে মেলা শেষে স্থাপনা ভাঙ্গার সময়ও। এরমধ্যে নির্মাণ সামগ্রী ও খাবারের দোকানই বেশি।শ্রমিকরা বলেন, ১ মাসের জন্য কাজ করতে এসেছি। প্রতিদিন ৫শ’ টাকা করে পাই।অভিযোগ আছে মেলা মাঠের এসব অস্থায়ী দোকানে চাঁদা আদায় করে প্রভাবশালীরা ও পুলিশের কিছু সদস্য। মেলা শুরু হওয়ার পর তারা মেলা প্রাঙ্গণের বাইরে দোকান বসাতেও সাহায্য করেন চাঁদার বিনিময়ে।বিক্রেতারা বলেন, ২৫০ টাকা করে চাঁদা দিতে হয়। মানুষের চলাফেরা বেশি হলে চাঁদার পরিমাণও বাড়ে। পুলিশ নেয় ১১০ টাকা।এবারের মেলার প্রস্তুতি সম্পন্ন করতে রফতানি উন্নয়ন ব্যুরো ২৩ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রেখেছে। Share this:FacebookX Related posts: ভৈরবে র্যাবের অভিযান, ৪ মাদক কারবারি আটক ঢাকার হোটেলে মিলল হাসপাতাল পরিচালকের মরদেহ সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ টাঙ্গাইলে আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ফেসবুকে বন্ধুত্ব করে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১৫ রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ জুনের মধ্যে আসছে আরও ৬ কোটি করোনার টিকা SHARES Matched Content অপরাধ বিষয়: ১১০ টাকাপুলিশের চাঁদাবাণিজ্য মেলায় ২৫০ টাকারমধ্যে