লবণচরায় আল্লাহর দলের ৫ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃ খুলনার লবণচরা এলাকায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৬। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- আল্লাহর দলের যশোর জেলার নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), যুগ্ম নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ-নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯), ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।আটককৃদের কাছ থেকে তিনটি হ্যান্ডনোট, বিস্তারিত বিবরণীর একটি ফাইল, মামলা বিষয়ক টিপস্ সংক্রান্ত একটি লিফলেট (দুই পাতা), দোকান ঘর ভাড়া চুক্তিপত্র একটি (চার পাতা), শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত হ্যান্ডনোট একটি (পাঁচ পাতা), বৈঠকের বিস্তাতিত বিবরণী (বায়াতসহ) এক সেট, উগ্রবাদী কবিতা এক পাতা ও হাতে লেখা সংগঠনের কার্যবিধি (এক পাতা) উদ্ধার করা হয়েছে। শীত নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর র্যাব-৬ এর ডিএডি মো. ইউসুফ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল।পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। Share this:FacebookX Related posts: ফেনীতে তালিকাভূক্ত আসামি বুলি আটক গোবিন্দপুর স্কুলে ভবন পেয়ে শিক্ষার্থীদের মাঝে খুশির ঝিলিক বাগাতিপাড়ায় ২দিনে ৫ ব্যাবসায়ীসহ আটক তিতাস গ্যাস সংযোগে প্রতারণা, গ্রেপ্তার ৫ প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স কাপাসিয়া কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক মানিকগঞ্জের অসহায় মানুষ ও কৃষকদের পাশে ৯ পদাতিক ডিভিশন ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু টঙ্গীতে গোলাগুলিতে ১৮ মামলার আসামি হাসান নিহত সাভারে চিকিৎসকের মরদেহ উদ্ধার লালন হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৫ সদস্য আটকআল্লাহর দলেরলবণচরায়