চৌগাছায় বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছায় এক ব্যক্তির (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নাটনার খাল নামক স্থানের মুলি খালি বটতলা এলাকায় বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।

চৌগাছা থানার এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তা কেটে ওই ব্যক্তির লাশ দেখতে পান। মরদেহটি চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের অপহৃত বিপুলের বলে সনাক্ত করেছেন তার স্বজনরা (নিহত বিপুলের ছোট ভাই)। বিপুল স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুরিয়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে।

নিহত বিপুলের ভাই লিটন মিয়া জানান, বুধবার একই গ্রামের সবুজ ও তার বোন জামাই রফিকুল গরু কেনার কথা বলে বিপুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে বিপুলের আর খোঁজ পাওয়া যায়নি। সবুজ একই গ্রামের প্রবাসী আবু সামারের ছেলে ও রেজাউলের ছেলে রফিকুল সবুজের বোন জামাই।

স্থানীয়রা জানান, নিহত বিপুলের সঙ্গে অপহরণকারী সবুজের মা ফুলবানুর (৩৭) অবৈধ সম্পর্ক ছিল। গত ৩-৪ বছর ধরেই সম্পর্কটি চলছে। বৃহস্পতিবার বিপুলের পরিবারের নিকট থেকে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছিলেন চৌগাছা থানার ওসি (তদন্ত) এনামুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার বিষয়টি আমরা তদন্ত শুরু করেছিলাম।

থানার ওসি রিফাত খান রাজীব বলেন, সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হয়েছে। পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।