চৌগাছায় বস্তাবন্দি লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছায় এক ব্যক্তির (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নাটনার খাল নামক স্থানের মুলি খালি বটতলা এলাকায় বস্তাবন্দি সন্দেহজনক কিছু দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। চৌগাছা থানার এসআই শাহীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বস্তা কেটে ওই ব্যক্তির লাশ দেখতে পান। মরদেহটি চৌগাছার ছোট কাকুরিয়া গ্রামের অপহৃত বিপুলের বলে সনাক্ত করেছেন তার স্বজনরা (নিহত বিপুলের ছোট ভাই)। বিপুল স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুরিয়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হকের ছেলে। নিহত বিপুলের ভাই লিটন মিয়া জানান, বুধবার একই গ্রামের সবুজ ও তার বোন জামাই রফিকুল গরু কেনার কথা বলে বিপুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে বিপুলের আর খোঁজ পাওয়া যায়নি। সবুজ একই গ্রামের প্রবাসী আবু সামারের ছেলে ও রেজাউলের ছেলে রফিকুল সবুজের বোন জামাই। স্থানীয়রা জানান, নিহত বিপুলের সঙ্গে অপহরণকারী সবুজের মা ফুলবানুর (৩৭) অবৈধ সম্পর্ক ছিল। গত ৩-৪ বছর ধরেই সম্পর্কটি চলছে। বৃহস্পতিবার বিপুলের পরিবারের নিকট থেকে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছিলেন চৌগাছা থানার ওসি (তদন্ত) এনামুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার বিষয়টি আমরা তদন্ত শুরু করেছিলাম। থানার ওসি রিফাত খান রাজীব বলেন, সুরতহাল শেষে লাশ থানায় নেওয়া হয়েছে। পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে শিশু শিক্ষার্থী হত্যা চৌগাছায় কপোতাক্ষ সেতুর সংযোগ সড়কে ফাঁটল চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: চৌগাছায়বস্তাবন্দি লাশ উদ্ধার