গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচী থেকে বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-স্মারকলিপি পেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের খাদ্যবান্ধব কর্মসূচী থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে মঙ্গলবার (২জুন) উপজেলা সদরে বিক্ষোভ ও নাম তালিকাভুক্তির দাবিতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যপারে ইউএনও সেঁজুতি ধর জানান, আবেদনকারীদের পরিবর্তে যারা তালিকায় অর্ন্তভুক্তি হয়েছে তারা যদি অধিক প্রাপ্তির যোগ্যতা (দরিদ্র) সম্পন্ন হয়ে থাকে তাহলে পরিবর্তন করে পুনঃরায় তাদের নাম অর্ন্তভুক্তির সুযোগ নেই। এক্ষেত্রে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। সাবেক সুবিধাভোগীদের স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা। খাদ্যবান্ধব কর্মসূচীর ২১৪নং কার্ডধারী কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ জানান, তাদের সিংহভাগ মানুষ আঞ্চলিক ভাষায় বাইড় (মাছ ধরার বাঁশের এক ধরনের যন্ত্র) তৈরি করে জীবিকা নির্বাহ করেন। তারা বলেন আমরা অত্যন্ত দরিদ্র, খাদ্যবান্ধব কর্মসূচী ছাড়া সরকারি কোন সুযোগ-সুবিধায় আমাদের নাম নেই। মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে গিয়ে ‘আমরা জীবিতরাও’ নাম কাটার স্বীকার হয়েছি। ২১৫নং কার্ডধারী আব্দুল লতিফ জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন, স্ত্রী-সন্তানদের নিয়ে কষ্টে দিনযাপন করছেন। তালিকায় নাম কাটার স্বীকার হয়েছেন রহিমা খাতুন (কার্ড নং ৪০২), আজিজুল হক (৪০৮), আবুল কাসেম (৪০৫), আব্দুল বারেক (৪০৬), হাসেম আলী (৪২০), আব্দুর রেজ্জাক (৪০৭), আব্দুল কাদির (৪১৮), মোঃ আব্দুল সাত্তার (২০১), হাবিবুর রহমান (৪০৪), মোঃ বাচ্চু মিয়া (২৩২), উসমান (২৩৩), আব্দুর রশিদ (২১৩), মোঃ আব্দুল মুতালেব (২৫৩), অমিলা খাতুন (৪১২), রেনুয়ারা খাতুন (১৩৯২), হাজেরা খাতুন (৪২৬), হযরত (২১২), শিরিনা খাতুন (১৫), আকাশ মিয়া (৫০), আঃ ছালাম (৪১৯), আবু তালেব (৪১৬), পালিশ (২০০), সাইদুল ইসলাম (৪৩১), আমেনা খাতুন (৪০৩), ছোবান আলী (৫৭৬), হারুন মিয়া (৪১৫), শাহজাহান (২১১), আলেক মিয়া (১০৮৩), হাসু মিয়া (৮২২)। হাজেরা খাতুন জানান, তিনি শুধু দরিদ্র নন, সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, আবেদনকারীদের বক্তব্য শুনেছি। আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কর্মকর্তাকে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: খাদ্যবান্ধব কর্মসূচী থেকেগৌরীপুরেবাদ দেয়ার প্রতিবাদেবিক্ষোভ-স্মারকলিপি পেশ