গণস্বাস্থ্যের কিটে ত্রুটি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের একটি অংশে ত্রুটি থাকায় ওই অংশের পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য বিএসএমএমইউকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার এই চিঠি দেয়া হয়। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের দুটি অংশ- অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট। তার মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল আশানুরূপ আসছে না। গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘গণস্বাস্থ্য কিটের যে কার্যকারিতা পরীক্ষা হচ্ছে, তার একটা অংশের পরীক্ষা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট-এই দুটোর মধ্যে অ্যান্টিজেন্টের ফলাফল একটু কম আসছে। এ জন্য একটা অংশের কাজ স্থগতি রাখতে বলা হয়েছে। নতুন করে তা ডেভেলপের পর সেগুলো আবার দেয়া হবে।’ এ-সংক্রান্ত একটি নোট তুলে ধরে তিনি বলেন, ‘সম্প্রতি জিআর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে নমুনা লালা যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহে অসামঞ্জস্যতা থাকায় সঠিক ফলাফল নির্ণয়ে জটিলতা তৈরি হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেন্ট শনাক্তকরণের জন্য যথাযথ লালা নমুনায় থাকছে না বা অন্য বস্তুর মিশ্রণ লক্ষণীয়। সম্মিলিত মনিটরিং টিম এ সমস্যাটি চিহ্নিত করেছে। অতএব এই অ্যান্টিজেন্টের সমস্যা থেকে উত্তরণের জন্য ল্যাবে লালা সংগ্রহের পদ্ধতিগত কাজ শুরু হয়েছে, যা যথাশীঘ্র আপনাদেরকে জানাতে পারব বলে আমরা আশা করছি।’ ফরহাদ বলেন, ‘এ জন্য বলা হয়েছে, অ্যান্টিজেন্টের কাজ আপাতত বন্ধ রাখেন আর অ্যান্টিবডির যেটার ভালো ফলাফল এসেছে, সেটার অনুমোদন দেয়ার ব্যবস্থা করে দেন। আবার ডেভেলপ করার পর (অ্যান্টিজেন্ট) তাদের দেয়া হবে। তখন তাদের ধারণা দেয়া হবে, কীভাবে লালা সংগ্রহ করতে হবে অথবা কীভাবে কাজ করলে এর ভালো ফলাফল আসবে।’ Share this:FacebookX Related posts: করোনা রোগীর চিকিৎসায় টাঙ্গাইলে মেডিকেল অক্সিজেন উৎপাদিত হচ্ছে ডিজিএইচএসকে পিপিই দিলো এফআইসিসিআই চীনে ওসি কন্যা মনীষার এমবিবিএস ডিগ্রি অর্জন গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষা হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ ‘করোনা ভ্যাকসিন আগে পাবেন সম্মুখ সারির যোদ্ধারা’ বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাঙ্গায় কিশোর মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার টিকা নিলেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গণস্বাস্থ্যের কিটেত্রুটি