দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ও বাঁশ কাটাকে কেন্দ্র করে রহিম মাষ্টার ও মালেক পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষের ১৫-১৬ জন একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাণিজ্য মেলায় যান চলাচলে ট্রাফিক নির্দেশনা সংঘর্ষে আহত হয়েছেন- মালেক (৫০), কালু (৪৬), রফিকুল (৫৫), পলাশ (৪৬), হিমেল (৩০), টুকু (৪০), নজরুল ইসলাম (৫২) ও আজগর আলী (৪৫) সহ অন্তত ১০জন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় কালু ও রফিকুলকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ ও বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাঁধলে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। Share this:FacebookX Related posts: কেরানীগঞ্জে দেয়াল ধসে মাদরাসাছাত্রসহ নিহত ২ মুন্সীগঞ্জে ৩শ’ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ ধামরাইয়ে ১০ টাকা কেজি চাল ও টিসিবির পণ্য বিক্রি শুরু রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস রাজধানীতে চলছে খালের বর্জ্য অপসারণের অভিযান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১০আহতদু’পক্ষের সংঘর্ষেদৌলতপুর