করোনাভাইরাস নিয়ে যে বার্তা দিল ডব্লিউএইচও দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ২, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের ধ্বংসাত্ত্বক রুপ নিয়ে বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থ্যাটি বলছে, শিগগির করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এটি এখনো অনেক শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কর্মকাণ্ডবিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ তথ্য জানান। করোনা দুর্বল হয়ে পড়েছে, ইতালির একজন চিকিৎসা বিশেষজ্ঞের এমন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো রোববার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’ তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’ আলবার্তো জাংরিলোর দাবির পরিপ্রেক্ষিতে মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়তো আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকা দরকার। এটি এখনো প্রাণঘাতী ভাইরাস।’ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণহানির দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত ফেব্রুয়ারিতে সেদেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৭৫ জনের। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ইতালির অবস্থান ষষ্ঠ। সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। তবে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় লকডাউনসহ বেশকিছু বিধি-নিষেধ শিথিল করেছে ইতালি সরকার। Share this:FacebookX Related posts: বিশ্বের অধিকাংশ দেশ প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করায় ভুগতে হচ্ছে : ডব্লিউএইচও গবেষণাগার নয়,করোনাভাইরাসের সৃষ্টি প্রাকৃতিকভাবেই : ডব্লিউএইচও শিশুরা ভ্যাকসিন পেতে পারে ২০২২ সালে : ডব্লিউএইচও প্রথম ভ্যাকসিনের বৈধতা দিলো ডব্লিউএইচও প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তেহরানে বিধ্বস্ত বিমানে ইরানি নাগরিক ৮২, কানাডার ৬৩ মেয়ে পরিচয়ে তরুণের সঙ্গে প্রেম তরুণের, অতঃপর যুদ্ধের বিশাল প্রস্তুতি ইরানের, আতঙ্কে যুক্তরাষ্ট্র! ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু, অবরুদ্ধ দেড় কোটি ভূমধ্যসাগর উত্তেজনা: ট্রাম্প এরদোয়ান ফোনালাপ কৃষকদের গণবিক্ষোভের মুখে পিছু হটছে মোদি সরকার টিকা রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে ইইউ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনাভাইরাস নিয়েডব্লিউএইচওযে বার্তা দিল