আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ১, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সোমবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বগুড়া জেল-হাজতে পাঠিয়েছে।

জানাযায়, রবিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল-নশরতপুর রাস্তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩টি ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্র সহ আদমদীঘির বিনাহালীর মৃত ফুলবরের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য মাসুদ রানা (২৮), বগুড়ার কাহালুর শিকলগুড় পশ্চিম পাড়ার রহিমের ছেলে রাজু প্রামানিক(২৪), দুপচাঁচিয়ার সাকিদার পাড়ার সেকেন্দারের ছেলে মামুনুর রশিদ(২১) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আদমদীঘি, দুপচাঁচিয়া, আক্কেলপুর ও নওগাঁ সদর থানায় ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। এর মধ্যে মাসুদ রানার বিরুদ্ধে ৪টি, রাজু প্রামানিকের বিরুদ্ধে ৩টি এবং মামুনুর রশিদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।